বিদ্যালয়টি একটি ৪টি কক্ষ বিশিষ্ট একতলা ভবন। বিদ্যালয়টি বর্ণি গ্রামের মধ্যভাগে অবস্থিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সুশীল সমাজ ও উপজেলা শিক্ষা অফিসারের সহযোগীতায় বিদ্যালয়ের ক্যাচমেন্ট অঞ্চলে শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ১৯৯৩ সনে বর্ণি কমিউনিটি বেসরকারী প্রাথমিক স্থাপন করা হয়। কালের বিবর্তনে সেটা রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে রূপামত্মরিত হয়।
বিদ্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি রয়েছে। যার মধ্যে ৬জন পুরুষ, ৫জন মহিলা সদস্য।
পাশের সন ২০০৯ -২০১৩ | ১ম শ্রেণীর বার্ষিকপরীক্ষা শিক্ষার্থী/হার | ২য়শ্রেণীর বার্ষিক পরীক্ষা শিক্ষার্থী/হার | ৩য় শ্রেণীর বার্ষিক পরীক্ষা শিক্ষার্থী/হার | ৪র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শিক্ষার্থী/হার | ৫মশ্রেণীর সমাপনী প: শিক্ষার্থী/হার | উপস্থিত শিক্ষার্থীর পাশের গড় |
২০০৯ | ২৪ , ৯৯% |
|
|
|
|
|
২০১০ |
|
|
|
| ৯৫% |
|
২০১১ |
|
|
|
| ১০০% |
|
২০১২ |
|
|
|
| ১০০% |
|
২০১৩ |
|
|
|
|
|
|
বিদ্যালয়ের ৫০% ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিযোগ্য বয়স সীমায় ভর্তির হার শতভাগ নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীর পাশের হার শতভাগ নিশ্চিৎ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষক বৃন্দ, সরকার ও সংশিষ্ট সকলের সহযোগীতায় বিদ্যালয়টিকে একটি ডিজিটাল বিদ্যালয়ে পরিণত করিতে বদ্ধ পরিকর।
৬৮নং বর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয়
বর্নি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
শ্রেণী | ছাত্র ছাত্রীর নাম |
১ম শ্রেণী | মবিন বিশ্বাস |
২য় শ্রেণী | মিসচুমকী |
৩য় শ্রেণী | মিস সনিয়া |
৪র্থ শ্রেণী | মিস সানজিদা |
৫ম শ্রেণী | মিস শরিফা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস