বিদ্যালয়টি টুংগীপাড়া উপজেলার দক্ষিণ সীমান্তে মধুমতি নদীর তীরে পাটগাতী বাজারে অবস্থিত। উপজেলা শিক্ষা অফিস হতে বিদ্যালয়টির দুরত্ব মাত্র ৪ কিঃ মিঃ। এটি সাত পদ বিশিষ্ট বিদ্যালয় এবং ছাত্র/ছাত্রী সংখ্যা ৩৯৩ জন। এখানে দুইটি পাকা ভবন এবং ১টি টিনশেড ঘরে (৩+২+৩)=০৮ মোট ০৮টি কক্ষ রয়েছে এবং লেখাধুলার জন্য একটি মাঠ আছে। বিদ্যালয়টি টুংগীপাড়া উপজেলার দক্ষিণ সীমান্তে মধুমতি নদীর তীরে পাটগাতী বাজারে অবস্থিত। উপজেলা শিক্ষা অফিস হতে বিদ্যালয়টির দুরত্ব মাত্র ৪ কিঃ মিঃ। এটি সাত পদ বিশিষ্ট বিদ্যালয় এবং ছাত্র/ছাত্রী সংখ্যা ৩৯৩ জন। এখানে দুইটি পাকা ভবন এবং ১টি টিনশেড ঘরে (৩+২+৩)=০৮ মোট ০৮টি কক্ষ রয়েছে এবং লেখাধুলার জন্য একটি মাঠ আছে।
স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে ১৯৪২ সালে ৯৮ শতাংশ জমির উপর বিদ্যালয়টি স্থাপিত হয। পরবর্তী সময়ে ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণের আওতাভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টি টুংগীপাড়া পৌরসভার একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
ক্রমিক নং | সদস্যদের নাম | পদবী |
১ | জনাব মোঃ এমদাদুল হক | সভাপতি |
২ | জনাব মোঃ মোকলেচ শেখ | সহ সভাপতি |
৩ | জনাব মোঃ আবিদ হোসেন | সদস্য |
৪ | জনাব মোঃ উজ্জ্বল হোসেন মোল্লা | সদস্য |
৫ | জনাব মোঃ আওলাদ হোসেন মোল্লা | সদস্য |
৬ | জনাব খোকন সাহা | সদস্য |
৭ | জনাব শাকিলা নাসির | সদস্য |
৮ | জনাব আফরোজা বেগম | সদস্য |
৯ | জনাব শিবানী সরকার | সদস্য |
১০ | জনাব মনা রানী মন্ডল | সদস্য |
১১ | জনাব নার্গীস জাহান | সদব্য সচিব |
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ন | পাশের হার |
২০০৮ | ৩৫ | ৩৪ | ৯৭.১৭% |
২০০৯ | ২৬ | ২৬ | ১০০% |
২০১০ | ৪৪ | ৪২ | ৯৫.৪৫% |
২০১১ | ৪৮ | ৪৮ | ১০০% |
২০১২ | ৫৪ | ৫৪ | ১০০% |
প্রযোজ্য নয়
শতভাগ পাশের হার শতভাগ ভর্তির হার। এছাড়া খোলাধুলা ও সংস্কৃতিতে রয়েছে উপজেলা ও জেলা পর্যায়ের কৃতিত্ব।
মান সম্মত শিক্ষা অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জ করা। শ্রেনী কক্ষে প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান সহ অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
২৫ নং পাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রাম-পাটগাতী, ডাকঘর-পাটগাতী, টুংগীপাড়া পৌরসভা, ওয়ার্ড নং-০৯, টুংগীপাড়া, গোপালগঞ্জ।
৩য় শ্রেণি | ৪র্থ শ্রেণি | ৫ম শ্রেণি |
১. আলি হামজা | ১. নয়ন সাহা | ১. সজীব বিশ্বাস |
| ২. নির্ঝর শ্রাবন উৎস | ২. জসিম শেখ |
৩. ঈষিতা | ৩. অন্তর সরকার | ৩. নাদিজা আক্তার বর্ষা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস